মাধ্যমিক শেষ পর্বের প্রস্তুতি ২০২৩ (জ্যামিতি ও রাশিবিজ্ঞান)
গৌরাঙ্গ সরখেল
নারায়নদাস বাঙ্গুর মেমরিয়াল মাল্টিপারপাস স্কুল
1. অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ________ ।
Ans. সূক্ষকোণ
2. O কেন্দ্রীয় বৃত্তে AB উপচাপের ওপর ∠APB ও ∠AQB পরিধিস্থ কোণ দুটি সর্বদা___________ সমান।
Ans. সমান
3. সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি________ বিন্দু দিয়ে যাবে।
Ans. সমকৌণিক দিয়ে যাবে
4. যে-কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ________-এর ওপর অবস্থিত অতিভুজ ।
Ans. অতিভূজ
5. একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করে তাকে বলে।
Ans. অর্ধবৃত্তস্থ কোন
6. বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হইতে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর________।
7. বৃত্তস্থ চতুর্ভুজে________ কোণগুলি পরস্পর সম্পূরক ।
8. বৃত্তস্থ সূষম ষড়ভুজের প্রত্যেক বাহু বৃত্তের________ সমান।
9. একটি সরলরেখা কোনো বৃত্তকে________অধিক বিন্দুতে ছেদ করিতে পারে না।
10. বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের________ হবে।
Ans. ব্যাস
11. বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের হবে________ ।
Ans. ব্যাস
12 . একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি______হবে ।
Ans. সমবৃত্তস্থ
13. একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি_______।
Ans. সমবৃত্তস্থ
14. একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি________।
Ans. সমবৃত্তস্থ
15. বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি_______ ট্রাপিজিয়াম।
Ans. সমদ্বিবাহু
16. কোনো ত্রিভুজের অন্তর্বৃত্তের কেন্দ্রকে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ________এবং ব্যাসার্ধকে ________বলা হয়।
Ans. অন্তঃকেন্দ্র, অন্তব্যাসার্ধ
17. ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে _______ এবং ব্যাসার্ধকে ________ বলা হয়।
Ans. পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ
18. কোনো বৃত্তের দুটি জ্যা-এর লম্বসমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই বৃত্তের_______ ।
Ans. কেন্দ্র
19. যে-কোনো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের______ মধ্যবিন্দু।
Ans. অতিভুজ
20. সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তঃকেন্দ্র _______বিন্দু।
Ans. একই
21. কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের _____ ।
Ans. জ্যা
রাশি বিজ্ঞান
1. মধ্যগামিতার মাপক তিনটি হলো গড়, মধ্যমা ও .........
Ans. সংখ্যাগুরু মান
2. ক্রোমোজৌকিক পরিসংখ্যার লেখচিত্র কে বলা হয় ............
Ans. ওজাইভ
3. দুই ধরনের ওজাইড এর ছেদবিন্দুকে ___________ বলে।
Ans.মধ্যমা
4. রাশিতথ্যের সর্বাধিক পরিসংখ্যাযুক্ত পদটির মান হল ________ ।
Ans. সংখ্যাগুরু মান
5. প্রথম n সংখ্যক স্বাভাবিক যুগ্ম সংখ্যার গড় ___________।
Ans. (n+1)
6. পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে যে যৌগিক গড় নির্ণয় করা হয় তাকে বলে .......
Ans. ভার যুক্ত গড়
7. শ্রেণি মধ্যক বলতে শ্রেণীর নিম্ন সীমানা ও উচ্চ সীমানার ....... কে বোঝায়।
Ans. গড়
8. দুই ধরনের ওজাইভের ছেদ বিন্দুর ভুজকে বলে......
Ans. মধ্যমা
9. ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময়ে সকল শ্রেণির শ্রেণিদৈর্ঘ্য.......
Ans. সমান
10. 100 জন ছাত্রের গড় নম্বর 40, পরে দেখা গেল একটি ছাত্রের নম্বর 53 এর জায়গায় 83 লেখা হয়েছিল। তবে ছাত্রদের প্রকৃত গড় নম্বর........
Ans. 39.7
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct