আপনজন ডেস্ক: ভেঙে পড়ছে বাড়ি। এর মধ্যেই আটকা পড়েছে ছোট্ট ভাই-বোন। বোনটি বড়। কত বড়? বয়স মাত্র সাত বছর। কিন্তু তবুও সে বড়। কঠিন বিপদের মধ্যেই বড় বোনসুলভ মমতায় আঁকড়ে ধরল ছোট্ট ভাইকে। যে বিশাল পাথরের নিচে তারা চাপা পড়েছিল, আরেকটু হলেই ভয়াবহ বিপদ হতে পারত। এমন কঠিন পরিস্থিতিতে কঠিন হৃদয়ের মানুষও ভেঙে পড়ে। কিন্তু সে তো বড় বোন। তাই তাকে যে ছোট্ট ভাইকে আগলে রাখতে হবে! তাই করল সে। ছোট্ট ভাইকে দীর্ঘ ১৭ ঘণ্টা মাথায় হাত রেখে, সান্ত্বনা দিয়ে, দরদি পরশ বুলিয়ে ধরে রাখল। তুরস্কে ভূমিকম্পের ধ্বংস্তূপের নিচে চাপা পড়া ছোট্ট ভাইকে রক্ষা করার বোনের এ চেষ্টার ছবিটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সবাই আবেগাপ্লুতভাবে সাত বছরের মেয়েটির সাহসিকতার প্রশংসা করছে। ধ্বংস্তূপের মধ্যে তারা ১৭ ঘণ্টা ছিল। পরে তাদেরকে নিরাপদে বের করা হয়। তবে, রাষ্ট্রসঙ্ঘ প্রতিনিধি মোহাম্মদ সাফা বলেছেন, মেয়েটি যদি মারা যেত, তবে সবাই ছবিটি শেয়ার করত। তিনি নেতিবাচক নয়, ভালো বিষয়কে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান কাজে লেগেছে। অনেককেই এ নিয়ে ইতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।
মোহাম্মদ সাফা টুইটারে ছবিটি শেয়ার করে লিখেছেন : ‘সাত বছরের মেয়েটি তার ছোট্ট ভাইকে রক্ষা করার জন্য তার মাথায় হাত দিয়ে রেখেছিল। ১৭ ঘণ্টা তারা ধ্বংস্তূপের নিচে ছিল। তারপর তাদের নিরাপদে বের করে আনা হয়। কাউকে ছবিটি শেয়ার করতে দেখছি না। মেয়েটি যদি মারা যেত, তবে সবাই শেয়ার করত! ভালো কিছু শেয়ার করুন।...’। নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে পড়ে, কঠিন পরিস্থিতিতে সহানুভূতিপূর্ণ থাকার জন্য মেয়েটির প্রশংসা করেছেন। একজন বলেছেন, ‘অলৌকিক ঘটনা ঘটেছে। সত্যিই সে বড় বোন। এমন কঠিন পরিস্থিতিতেতে দরদময় সুরক্ষা দিয়েছে। আটকা পড়া সবার জন্য ভালো কিছু আশা করছি। ক্লান্তিহীনভাবে যেসব উদ্ধারকারী কাজ করছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি।’ আরেকজন লিখেছেন, ‘আল্লাহ তার প্রতি রহম করুন। শিশুটির ভালোবাসা ও প্রয়াস আমাকে কাঁদিয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct