আপনজন ডেস্ক: পক্ষাঘাতগ্রস্ত পিতার অপরাধ, তিনি বিছানায় প্রস্রাব করেছেন। আর তাতে সেই পিতাকেই শ্বাসরোধ করে খুন করে গুণধর ছেলে। পিতার হত্যার অভিযোগে ছেলে সুমিত শর্মাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দ পর্বত এলাকায়।ওই এলাকা থেকে সুমিতকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখানে গিয়ে জিতেন্দ্র শর্মা নামের ব্যক্তিকে বিছানায় অচেতন অবস্থায় পায় তারা।পরে তাকে স্থানীয় আরএমএল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা জানান, তিনি মৃত। ময়নাতদন্তে জানা গিয়েছে, জিতেন্দ্র শর্মার শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এ বিষয়ে দিল্লির পুলিশের উপ-কমিশনার শ্বেতা চৌহান বলেছেন, ‘তদন্তে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জিতেন্দ্র শর্মা ও তার ছেলের সঙ্গে এক প্রতিবেশী মদপান করেন। অভিযুক্ত সুমিতের দাবি, ওই প্রতিবেশী তার বাবাকে হত্যা করেছে। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে নিজেই অপরাধের কথা স্বীকার করে। সুমিতের বাবা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। বাবার দেখাশোনা তিনি একাই করতেন। জিতেন্দ্র শর্মা মাদকাসক্ত ছিলেন উল্লেখ করে সুমিত বলেন, ঘটনার দিন সকাল থেকেই বাবার সঙ্গে মদপান করেন তিনি। সেদিন সন্ধ্যায় জিতেন্দ্র শর্মা নিজের বিছানায় প্রস্রাব করেন। এতে ক্ষেপে গিয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করেন সুমিত’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct