আপনজন ডেস্ক: সোমবার ভোরের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে প্রায় ৫০০০ মানুষ নিহত হয়েছেন বলে খবর। তুরস্কে ১৯ হাজারের বেশি সংখ্যক মানুষ গুরুত্বর আহত হয়েছেন বলে খবর। সেখানে সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এত বেশি সংখ্যক মানুষ আহত হওয়ায় অনুন্নত সিরিয়ার হাসপাতালে শুধু রোগীর ভিড়। বহু আহত হওয়া মানুষ হাসপাতালের বাইরে পড়ে রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক নেই সেই সব হাসপাতালে। যারা রয়েছেন, সেই চিকিৎসকদের এখন দিনরাত করে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। তাদের মধ্যে একজন চিকিৎসক সাজুল ইসলামকে একাই আইসিইউতে ৪০-এর বেশি রোগীকে দেখতে হচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিবে আল-শেফা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত সাত বছর ধরে কাজ করছেন সাজুল ইসলাম। এক প্রতিক্রিয়ায় সাজুল বলেন, ‘এই যে এখন আমি কথা বলছি, জীবনে কখনোই এমনটা দেখিনি, সত্যিকার অর্থে বলছি। পুরো হাসপাতাল ভরে গেছে, ৩০০ থেকে ৪০০ রোগী। গড়ে শয্যাপ্রতি দুই থেকে তিনজন। পর্যাপ্ত চিকিৎসক নেই এখানে। আইসিইউতে ৪০ থেকে ৪৫ জন রোগীর দেখভাল করতে হচ্ছে। আমি পারছি না, এটা অসম্ভব হয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় নিয়োজিতদের জীবনে কঠিন কঠিন মুহূর্ত আসে, কিন্তু এতটা বেকায়দায় নিজেকে কখনো পড়তে দেখিনি। চিকিৎসকের অভাবে, সুচিকিৎসার অভাবে বহু মানুষকে চোখের সামনে মরে যেতে দেখছি। চোখে জল ধরে রাখতে পারছি না। নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি কিছু মানুষের প্রাণ বাঁচাতে পারি।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct