সেক আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: হলদিয়ার শিল্প মেলায় ঘোষণা দিলেন শ্রমিকদের কথা ভেবে হলদিয়া শহরে সিটি বাস চালু হবে বলেন পরিবহণ মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী,দূরবর্তী শ্রমিকদের রাতে বাড়ি যেতে অসুবিধা হয়, সেই কথা ভেবে গভীর রাতে বাস চালানোর কথা দেন হলদিয়া থেকে নন্দকুমার পর্যন্ত.নয়াচরের জেটি ঘাট ভগ্ন অবস্থায় রয়েছে মেরামতির আশ্বাস দেন হলদিয়া বাসিকে সেই সঙ্গে তিনি বলেন গ্রীন বেঞ্চের কারনে রাজ্যে ১৫ বছরের পুরানো বেশি বাস কে বাতিল করা হচ্ছে, হলদিয়া থেকে ফারাকা পর্যন্ত ৭৮ টি নতুন জেটি ঘাট হচ্ছে তার মধ্যেই ৯ টির উদ্বোধন হয়েছে বলে জানান, করোনা কালে বাসে ঘাটতি হয়েছিল, রাজ্যে আরো ১১৮০ নতুন মিনি বাস নামাবে সরকার,সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভূয়োষী প্রশংসা করেন। এইচডিএর চেয়ারম্যান জোর্তিময় কর বলেন হলদিয়া মেলায় ৫১৮টি স্টল রয়েছে। উপস্থিত ছিলেন এইচডিএর চেয়ারম্যান জোর্তিময় কর, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি,এইচডিএর ভাইস চেয়ারম্যান সাধন জানা, নন্দকুমার মিশ্র, হলদিয়া ডেভেলাপমেন্ট অথরিটির সিও, সহ স্বপন নস্কর, সুধাংশুশেখর মণ্ডল,সেক আজিজুল রহমান অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct