এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগনার হাবড়া-১ ব্লকের ইমাম-মুয়াজ্জিন সংগঠন ‘ইত্তেহাদুল আইম্মা’-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল ছুট প্রতিরোধ, ও পোলিও সচেতনতা শিবির। হাবড়া-১ সংখ্যালঘু ব্লক লেভেল ফ্যাসিলিটেটর সিদ্দিক হোসেন এর তত্ত্বাবধানে সোমবার গুমা ছোট বামুনিয়ায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে এলাকার সমস্ত মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিন বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল ছুট প্রতিরোধ, ও পোলিও সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহিদ শেখ। ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্য বলেন, আইন মানুষের মঙ্গলের জন্যই, তাই সকলকেই সরকারি নির্দেশকে মান্যতা দেওয়া উচিত। আর ইমামরা হলেন সমাজের পথপ্রদর্শক তাই ইমামদের এগিয়ে আসতে হবে, সামাজিক সমস্ত সমস্যা প্রতিরোধ করতে। হাবড়া থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় বলেন ‘ইমামরা হলেন আলোর দূত, আপনারই সকলকে আলোকিত করেন। আমরা আপনারা সকলে একসঙ্গে কাজ করব, সমাজে আলো জ্বালবো।’ হাবড়া-১ ব্লকের বিডিও জয়ন্ত দে বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, সেই কর্মযজ্ঞে বিশেষ ভূমিকা রয়েছে আমাদের ধর্মগুরুদের।’ বাল্যবিবাহ, স্কুল ছুট প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের এগিয়ে আসতে অনুরোধ করেন তিনি। সচেতনতা শিবিরে গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল বলেন, ‘ইমামরা সমাজের সম্পদ, ইমামদেরই সকল মানুষকে সমাজ সচেতনতার বার্তা দেওয়া উচিত।’ সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনের সঙ্গে ধর্মীয় প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অশোকনগর থানার ওসি অয়ন চক্রবর্তী।
সমাজকে সঠিক দিশা দেখাতে শরিয়তি আইনের পাশাপাশি সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে ইমামদের নিজেদের কাজে অবিচল থাকার পরামর্শ দেন উত্তর ২৪ পরগনা জেলার ইমাম-মোয়াজ্জিন কো-অর্ডিনেটর পীরজাদা হাসানুজ্জামান। পি ওয়াই এফ এর রাজ্য সভাপতি সিয়ামত আলী সমাজ উন্নয়নে ইমামদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন ইমাম সংগঠনের হাবড়া-১ সম্পাদক আব্দুর রহমান, সভাপতি আবু সাঈদ, মাহতাবুর রহমান, মনিরুল হুদা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি আলাউদ্দিন আহমেদ কাসেমী। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বিশ্বশান্তি ও মানুষের কল্যাণে দোয়ার মাধ্যমে সচেতনতা শিবিরের সমাপ্তি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct