আপনজন ডেস্ক: প্রথম থেকেই তিনি প্রতিবাদি চরিত্র।সামনে কে আছে, তা না দেখেই বলে ফেলেন অপ্রিয় সত্য। তবে এর ভিন্ন রূপও দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। বেশিরভাগ সময় তিনি বিতর্কীত কথাবার্তা চালিয়ে লাইম লাইটে থেকেছেন। বলিউডে একাধিক সফল তারকাদের নিয়ে অসংলগ্ন সম্তব্য করেছেন। শাহরুখ খানের পাঠান ছবি হিট হওয়ায় কদিন আগে সেটা নিয়েও সমালোচনায় মেতে উঠেন তিনি। এবার তো তিনি সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেলেন। সেলেব বলিউড জুটি আলিয়া ভাট ও রনবীর কাপুরকে তাদের বাড়িতে গিয়ে মারার হুমকি দিয়ে বসলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় নাম না উল্লেখ করে কঙ্গনা অভিযোগ করেন, তার ওপর নাকি রণবীর ও আলিয়া একজোট হয়ে নজরদারি চালাচ্ছেন। ওই পোস্টে কঙ্গনা লেখেন,' আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রী, সাংবাদিকরা খবর পেয়ে যাচ্ছেন। বাড়ির ভেতরে বা বাইরে, সব জায়গায় কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছেন। শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।' এর পরেই তিনি ইনস্টাগ্রামে লেখেন, ' যারা আমার জন্য চিন্তা করছিলেন, তাঁদের বলে রাখি, গতকাল রাত থেকে আমার বাড়ির চারপাশে আর কোনো সন্দেহজনক ঘটনা ঘটেনি। ক্যামেরা নিয়ে বা না নিয়ে কেউ আমাকে অনুসরণ করেননি। এতেই বোঝা যায়, যারা যে ভাষা বোঝেন, তাঁদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত। সাবধান করে দিলাম। না শুধরোলে এবার বাড়ির ভেতরে ঢুকে গিয়ে মেরে আসব।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct