রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্য জুড়ে চাকরিতে দূর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে কান্দি মহকুমা জুড়ে ডিওয়াইএফআই নেতৃত্ব মিছিল অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করা হয়। সালার, কান্দি এবং বড়ঞায়। বড়ঞায় সমাবেশে তৃণমূল ছেড়ে প্রায় ১০০ কর্মী বাম যুব সংগঠনে যোগদান করেন। সোমবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর ২ অর্থাৎ সালার ব্লকে ডিওয়াইএফআই এর অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন ডিওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন সালারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান সরকারকে এক হাত নিয়ে এই কথা বলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য যুব সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। তিনি বলেন,” বোম বারুদ নিয়ে তৃণমূল চলছে। বিভিন্ন জায়গায় বোমা মজুদ করে রাখছে আর সেই বোম বিস্ফোরণ ঘটছে। মানুষ সব দেখছে। পুলিশ সবই জানে। আগামী দিনে আরও ভয়ংকর অবস্থা হবে। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। “
স্কুলে নিয়োগ নেই শিক্ষিত বেকার যুবকরা রাস্তায় এ বিষয়ে তিনি বলেন “ এই রাজ্য জুড়ে বেকার ছেলেমেয়েদের কাজ নেই। যাদের অর্থ আছে তারাই চাকরি পাচ্ছে। যতদিন তৃণমূল সরকার এসেছে কল কারখানা বন্ধ হচ্ছে। বেকার হচ্ছে শ্রমজীবী মানুষ। ১০০ দিনের কাজের টাকা পঞ্চায়েত গুলো লুটপাট করে খাচ্ছে। যাদের কাজ দেওয়ার কথা তাদেরকে কাজ দিচ্ছে না। কোন সম্পদ তৈরি হচ্ছে না। এই অবস্থায় আমাদের রাস্তায় নামা ছাড়া কোন উপায় নেই। রাজ্যে এখনো গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে বলেই অফিসগুলো প্রতিষ্ঠানগুলো চলছে। গতবারের মতো পঞ্চায়েত নির্বাচন হলে কড়া জবাব দেয়া হবে। গণতন্ত্রের হত্যা করতে আমরা দেব না।” এদিন সকালে পদযাত্রা এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল ভরতপুর দুই নম্বর ব্লকের সালারে। এরপর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সোমবার দুপুর ১২ টার সময়, কান্দি রাজ কলেজের সামনে থেকে ব্লক অফিস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করেন করেন বাম ছাত্র যুব সংগঠন। দুপুরে কিছুটা বিশ্রাম নেওয়ার পর বড়ঞা থানার ডাকবাংলো মোড়ে বিশাল সমাবেশ করেন। এদিনের সমাবেশে প্রায় ১০০ জন তৃণমূল কর্মী সিপিআইএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই যোগদান করেন। তাদের হাতে গণতন্ত্রের শ্বেত পতাকা তুলে দেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। প্রসঙ্গত এখানকার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ঘর এবং রাস্তার অভিযোগ নিয়ে দুদিন আগে তাড়া করেছিলেন স্থানীয় বাসিন্দারা, এ প্রসঙ্গে মীনাক্ষী বলেন “ চোরদের মানুষ চিনতে শুরু করেছে তাই বসার জন্য চেয়ার না দিয়ে তাড়া করতে শুরু করেছে। আরও বড়ো কিছু হবে ধৈর্য ধরুন।: মিনাক্ষী মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন যুবর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, মুর্শিদাবাদ জেলা বহরমপুর যুব সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ, সভাপতি নুরুল হাসান এবং মুর্শিদাবাদ এস এফ আই সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct