রাকিবুল ইসলাম, বহরমপুর, আপনজন: প্রচুর পরিমাণে চোরাই ব্যাটারি সহ চার যুবককে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ। সোমবার মুর্শিদাবাদের রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক লোকনাথপুর মোড়ে নাকা চেকিং করার সময়, উদ্ধার হয় ২৩২টি টোটোর ব্যাটারি। এদিন রেজিনগর থানার ওসি মোঃ খুরশিদ আলম সহ তার টিম নাকা চেকিং করার সময় সন্দেহ ভজন একটি লরি আটক করে, তারপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির টোটোর ২৩২টি ব্যাটারি । গাড়ির চালক সহ আরও তিনজনকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ, আটক করে লরিটিকে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যাক্তিদের নাম মহিরুল সেখ, আহাদ আলী, সেখ, আনিকুল সেখ,সৌরেশ বিশ্বাস, ধৃত যুবকদের তিনজনের বাড়ি বেলডাঙা থানা এলাকায়, আর একজনের বাড়ি নদীয়া জেলার বলে জানা যায়। কোথা থেকে ব্যাটারিগুলো নিয়ে আসা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা যায় পুলিশ সূত্রে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct