আপনজন ডেস্ক: 'পাঠান' সিনেমার সাফল্যের যাত্রা যেন কোনওকিছুতেই থামছেই না। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশন ঘরানার এ সিনেমাটি ইতিমধ্যেই ভেঙ্গেছে একের পর রেকর্ড। এবার বিশ্বব্যাপী সর্বমোট ৭২৯ কোটি টাকা আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে অনন্য রেকর্ড নিজের করে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। ফলে আয়ের রেকর্ডে পিছিয়ে পড়েছে আমির খানের দঙ্গল। কারণ এখন আমির খানের ব্লকবাস্টার সিনেমা 'দঙ্গল' নয়, ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এখন 'পাঠান'। ২০১৬ সালে নিতেশ তিওয়ারী পরিচালিত 'দঙ্গল' সিনেমাটি বক্স অফিসে সর্বমোট ২ হাজার কোটি টাকা আয় করেছে। কিন্তু এ আয়ের বড় অংশই এসেছে সিনেমাটির মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত চীনা সংস্করণ থেকে। চীনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রায় ১২০০ কোটি টাকা আয় করেছে। তবে মান্দারিন ভাষায় মুক্তির আয় বাদ দিলেও এতদিন সর্বোচ্চ আয় করা হিন্দি ভাষার সিনেমা ছিল 'দঙ্গল'। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে 'পাঠান'।ছবি মুক্তির মাত্র দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি দখল করেছে হিন্দি সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের রেকর্ড। সর্বশেষ আপডেটে 'পাঠান' ভারতে ৪৫৩ কোটি টাকা এবং ভারতের বাইরে ২৭৬ কোটি টাকা আয় করেছে। সিনেমাটির অসাধারণ সাফল্যের পেছনে শাহরুখের স্টারডমকে কারণ হিসেবে দেখছেন অনেকেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'জিরো' সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। প্রায় চার বছর পর 'পাঠান'-এর মাধ্যমে ভারতীয় এ সুপারস্টার দেখিয়ে দিলেন, 'তিনি এখনও বলিউডের বাদশাহ।'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct