আপনজন ডেস্ক: এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তারা হত্যার চেষ্টা করবেন না। গত বছর ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর বেনেতের মস্কো সফরে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। ইসরায়েলের সাংবাদিক হানোচ দাউমের সঙ্গে পডকাস্টে বেনেত বলেছেন, 'জেলেনস্কির জীবন যে শঙ্কার মধ্যে নেই, এই বিষয়ে পুতিনের কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম। যুদ্ধের শুরুর দিকে গত বছর মার্চ মাসে মধ্যস্থতা করতে মস্কোতে এক গোপন সফরে এই আশ্বাস দিয়েছিলেন পুতিন।' নাফতালি বেনেত বলেছেন, 'আমি পুতিনকে জিজ্ঞেস করি, আপনি কি জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন? জবাবে তিনি বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করব না। এরপর আমি তাকে জিজ্ঞেস করি, আমি বুঝতে চাইছি যে, আমাকে কথা দিচ্ছেন আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না। তখন পুতিন বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করতে চাই না।' এরপর তিনি মস্কো বিমানবন্দর যাওয়ার পথে ইউক্রেনীয় নেতাকে ফোন করেন। তখন জেলেনস্কি জানতে চান, 'আপনি কি নিশ্চিত? আমি বলি, হ্যাঁ, শতভাগ নিশ্চিত।' ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, তার মধ্যস্থতার চেষ্টার সময় জেলেনস্কি রাজি হয়েছিলেন ইউক্রেন ন্যাটোতে যোগদান করবে না এবং পুতিন রাজি হয়েছিলেন ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য করে রাশিয়া পিছু হটবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct