আপনজন ডেস্ক: গত বছরের আগস্টে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি যুক্তরাষ্ট্রে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা রুশদি এখনো পুরোপুরি সেরে ওঠেননি। এরই মধ্যে আগামীকাল মঙ্গলবার তাঁর লেখা নতুন উপন্যাস ‘ভিক্টরি সিটি’ প্রকাশ পেতে যাচ্ছে। এটি মূলত সংস্কৃত ভাষায় লেখা একটি ঐতিহাসিক মহাকাব্যের অনুপ্রেরণায় রচিত। এখানে পম্পা কাম্পানা নামের এক অনাথ মেয়ের গল্প তুলে ধরেছেন ঔপন্যাসিক। এক দেবীর কাছ থেকে জাদুকরি শক্তি পাওয়া পম্পা আধুনিক ভারতে বিসনাগা নামের একটি শহর খুঁজে পান। উপন্যাসে শহরটির নাম দেওয়া হয়েছে ‘ভিক্টরি সিটি’। পুরুষতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে এই নারী কীভাবে একটি শহরকে পরিচালনা করেছেন, সে গল্পই উঠে এসেছে বইটিতে। শারীরিক অবস্থার কারণে ৭৫ বছর বয়সী রুশদি তাঁর এই ১৫তম উপন্যাসের প্রচারকাজে অংশ নেবেন না। তবে তাঁর প্রতিনিধি অ্যান্ড্রু উইলি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, এই লেখকের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। গত অক্টোবরে উইলি জানিয়েছিলেন, হামলার পর রুশদি তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি তাঁর একটি হাতের কর্মক্ষমতাও হারিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct