আপনজন ডেস্ক: কঙ্গো কিনশাসায় রাষ্ট্রসংঘের একটি হেলিকপ্টার হামলার শিকার হলে দু’জন শান্তিরক্ষী নিহত হন। দেশটিতে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশন গতকাল (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, হামলায় হেলিকপ্টারের একজন ক্রু এবং একজন সৈন্য নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা হামলার দায় স্বীকার করেনি। নর্ড-কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমার দিকে যাওয়ার সময় কপ্টারটি স্থানীয় বেলা ৩:০০ টায় (বাংলাদেশ সময় ভোর ৬টায়) বিমানটি আগুনের কবলে পড়ে, যেখানে এটি অবতরণ করতে সক্ষম হয়েছিল, একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন। হেলিকপ্টারটিতে আগুনের উৎস এখনও জানা যায়নি এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও নির্ধারণ করা হয়নি, ডিআরসিতে রাষ্ট্রসংঘের মিশনের মুখপাত্র আমাদু বা বলেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct