আজিম শেখ, মল্লারপুর, আপনজন: দেশ বিক্রী রুখতে আজ ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুরে এসবিআই-এর সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হল। কংগ্রেসের অভিযোগ, জীবন বীমা নিগম এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিলে তিলে গড়ে উঠেছে কোটি কোটি সাধারণ ভারতবাসীর কষ্টার্জিত অর্থে। আজ মোদী সরকার সেই কষ্টার্জিত অর্থ তাদের নিকট বন্ধুদের এবং বিশেষ কিছু ধনকুবর শিল্পপতিদের সাহায্য করতে উদ্যত হয়েছে। মোদী সরকার এলআইসি, এসবিআই এবং অন্যান্য সরকারি ক্ষেত্রের ব্যাঙ্কসমূহদের বাধ্য করেছে আদানি শিল্পগোষ্ঠীতে অর্থ বিনিয়োগ করতে। যার ফলে এলআইসি, এসবিআই ও দেউলিয়া হাওয়ার পথে। তখন কেন্দ্রের বিজেপি সরকার চুপ করে আছে। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত করার দাবিতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পথসভার মাধ্যমে তারই প্রতিবাদ জানানো হয়। কংগ্রেসের পক্ষে দাবি জানানো হয়, মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা নিরপেক্ষ তদন্ত এবং উপরোক্ত বিনিয়োগের বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সাধারণ ভারতবাসীর জমাকৃত অর্থ এলআইসি ওএসবিআই-তে সুরক্ষিত করা হোক। যাতে আমানতকারীরা তাদের অর্থ সুদ সমেত ফেরত পান। আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখলেন বীরভূম জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা ও অনান্য নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর - ১ নং ব্লক কংগ্রেস সভাপতি শ্রী পার্বতী কুমার চৌধুরী, ব্লক কার্যকারী সভাপতি এস,এম, কামারুজ্জামান (সরল), মল্লারপুর - ১ নং অঞ্চল কংগ্রেস সভাপতি সমীর দত্ত, মল্লারপুর - ২ নং অঞ্চল কংগ্রেস সভাপতি মাধব দাস, যুব কংগ্রেস নেতৃত্ব মান্না মিয়া, জাহাঙ্গীর আলম, খোকন প্রমুখ নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct