আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ওহাইও-পেনসিলভানিয়া রাজ্য সীমান্তের কাছে শুক্রবার গভীর রাতে ১৪০-কার বিশিষ্ট ট্রেনের প্রায় ৫০টি বগী লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক ভিনাইল ক্লোরাইড গ্যাস নিঃসরণ হচ্ছে। নরফোক সাউদার্ন ট্রেনটি, ইলিনয় অঙ্গরাজ্যের ম্যাডিসন নগরী থেকে পেনসিলভেনিয়ার কনওয়ে শহরে পণ্যবাহী মালামাল নিয়ে যাওয়ার সময় ওহাইও রাজ্যের পূর্ব প্যালেস্টাইন গ্রামে এসে লাইনচ্যুত হয়। প্রধান ফেডারেল তদন্তকারী সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড শনিবার জানিয়েছে, লাইনচ্যুত হওয়া বগীগুলির মধ্যে ১০টিতে ভিনাইল ক্লোরাইডসহ পাঁচটি বিপজ্জনক উপকরণ ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct