সাইফুল লস্কর, বারুইপুর, আপনজন: অলইন্ডিয়া ওকিনাওয়া শরীন রিউ ক্যারাটে এন্ড কবুডু অ্যাসোসিয়েশনের পরিচালনায়। কেরালায় কচিতে অনুষ্ঠিত হল অলইন্ডিয়া কিউডোকন ক্যারাটে টুর্নামেন্ট(বুডো) কাপ ন্যাশনাল চাম্পিয়নলিগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পশ্চিমবাংলার কিউডোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। অনুষ্ঠানে নজর কাড়ে বাংলার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের প্রতিযোগীরা। সেন্সি দেবাশীষ মন্ডল।তার অক্লান্ত পরিশ্রমে প্রতিবারই প্রতিযোগিতায় নজর কারেন তার ছাত্ররা। ২০২৩ এ আবারো জেতার ধারা কে অব্যাহত রাখল তার ছাত্ররা। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া কিউডোকন ক্যারাটে টুর্নামেন্ট (বুডো কাপ) এ অংশগ্রহণ করে সেখানে, তিনজন গোল্ড মেডেলিস্ট একজন সিলভার ও দুজন ব্রোঞ্জ মেডেলিস্ট হয়। সেন্সেই দেবাশীষ মন্ডল। ইভেন্ট- মাস্টার (কাতা) প্রথম স্থানঅধিকারী - এম ডি রবিউল হক মন্ডল।
ইভেন্ট - মেন্স - ফাইট (কুমিতে ) তে প্রথম স্থান অধিকারী এবং (কাতা) তে দ্বিতীয় স্থান। অঙ্কুশ দত্ত ইভেন্ট- (কাতা) তে প্রথম স্থান অধিকারী। কৃষ্ণেন্দু ভট্টাচার্য ইভেন্ট- মেন্স -ফাইট অর্থাৎ (কুমিতে) তে তৃতীয় স্থান অধিকার করেন । অয়ন হালদার ইভেন্ট - (কাতা) তে তৃতীয় স্থান লাভ করে । ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টা পরিচালনা করে ওকিনাওয়া সরিন রিউ ক্যারাটে ডু কিউডোকান ফেডারেশন । শেন্সেই দেবাশীষ মণ্ডল বিগত ৩২ বছর ধরে মার্শাল আর্ট কড়াচ্ছেন ওনার হাত ধরে বহু স্টুডেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল খেলে মেডেল প্রাপ্ত হয় । অল ইন্ডিয়া কিউডোকান ক্যারাটে টুর্নামেন্ট অথবা (বুডো কাপ) এটি একটি ট্রেডিশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ । সেন্সি দেবাশীষ মন্ডল একজন ট্র্যাডিশনাল মার্শাল আর্ট টিচার সেন্সি - দেবাশীষ মন্ডল ওকিনাওয়া শরীনরিউ কিউডোকান ক্যারাটে এন্ড কবুডু এসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর চিফ এন্ড প্রেসিডেন্ট , ন্যাশনাল রেফারি এন্ড জাডজ, দেবাশীষ মণ্ডল জানান প্রতি বছর তার ছাত্ররা কৃতি হয়ে ওঠায় তিনি গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার আই পি এস, আই জি পি এবং কমিশনার অফ পুলিশ (কচি) এছাড়া উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct