নিজস্ব প্রতিদেবক, কলকাতা, আপনজন: আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের তৃণমূলে যোগদানের পর আরও বিজেপি বিধায়ক যোগদান করতে পারেন ঘাসফুলে, এমনই দাবি করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। কুনাল ঘোষ দাবি করলেন, অন্তত ১৩ জন বিধায়ক ও ৬ জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একাধিক নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে তিনি বলেন, যারা এখন বিজেপির হয়ে বিবৃতি দেবেন, তাদের অনেকেই তৃণমূল নেতৃত্বর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে, তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা থাকা বিজেপি বিধায়কের সংখ্যা ১৩-র নীচে নয়। কিন্তু এর বেশি সংখ্যক বিজেপি বিধায়ক যোগদান করতে চান কিনা তা বলতে পারবেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধয়াকদের ঘাসফুলে যোগ দিতে পারেন, এমন দাবি সঙ্গে কেুনাল ঘোষ আরও জানান, ৬ জন বিজেপি সাংসদও দলবদল করতে পারেন। বিজেপি বিধায়কদের তৃণমূলে আসার দাবির সপক্ষে কুনাল বলেন, ‘এলাকার মানুষ চাইছেন না বিজেপিকে। ফলে সেই জনপ্রতিনিধিরাও বুঝতে পারছেন, মানুষের সঙ্গে থাকাটাই ভাল।’ কোন কোন নেতা-বিধায়কের সঙ্গে যোগাযোগ থাকছে, সেই বিষয়টি খোলসা না করলেও কুণালের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাক্রমে শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ততক্ষণ যেন ওই নেতারা বিজেপিতে যে নেতার ঘনিষ্ঠ, সেই মতোই থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct