আপনজন ডেস্ক: সৌদি আরব সরকার এ বছর হজ সম্পর্কিত বিভিন্ন ফি কমানোয় ভারত সরকারও হজে যাওয়ার খরচ কমানোর কথা ভাবছে। এর ফলে ভারতীয় হজযাত্রীদের গত বছরের তুলনায় কম অর্থ দিতে হবে। জনপ্রতি হজের খরচ ৫০,০০০ টাকা কমানোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, হজযাত্রার জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে হবে, যা গত বছর ছিল ৪০০ টাকা। এর ফলে সকল হজযাত্রী বিনামূল্যে আবেদন করতে পারবেন। হজে যাওয়ার খরচ শুধু ৫০ হাজার টাকা কমবে না, ব্যাগ, স্যুটকেস, ছাতা বা চাদর বহনের জন্য তাদের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। তবে যেসব মুসলমান হজ পালন করবেন তারা নিজ নিজ পর্যায়ে পণ্য কিনবেন। বয়স্ক, প্রতিবন্ধী এবং মহিলারা অগ্রাধিকার পাবেন। ৪৫ বছরের বেশি বয়সি যে কোনো মহিলা এখন থেকে একাই হজের জন্য আবেদন করতে পারবেন। কোনও মাহরাম লাগবে না। ৭০ বছর বা তার বেশি বয়সিদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় হজ কমিটি কেন্দ্রীয় হজ নীতি ২০২৩ অনুযায়ী এক বিজ্ঞপ্তি জারি করে আরও বলেছে, হজযাত্রীদের সঙ্গে দু বছর বা তার কম বয়সি সন্তানরা গেলে ১০ শতাংশ বিমান ভাড়া গুনতে হবে। প্রতিটি হজযাত্রীকে ভ্যাকসিন নিতে হবে। হজযাত্রা শুরুর ছ সপ্তাহ আগে পোলিও টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনও হজযাত্রী হজ করতে গিয়ে মারা যান তাহলে সৌদি আরবে তার দাফন করা হবে। ডেথ সার্টিফিকেট বারতীয় দুতাবাসের মাধ্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এ বছর ১ লাখ ৭৫ হাজার ভারতীয় হজযাত্রী হজে যেতে পারবেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। তাই কেন্দ্রীয় হজ কমিটি সূত্রে খবর, এই হজযাত্রীদের মধ্যে ৮০ শতাংশ হজ কমিটির মাধ্যমে এবং ২০ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে যাবেন। কেন্দ্রীয় হজ কমিটি সূত্রে জানা গেছে, এ বছর শুধুমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে হজযাত্রীদের। বেসরকারি হাসপাতালের চেক-আপ বৈধ বলে গণ্য হবে না। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে।
এছাড়া, এ বছর প্রতি রাজ্য থেকে হজ কমিটির একজন আধিকারিকও হজে রওনা হবেন। সংশ্লিষ্ট রাজ্য থেকে আসা হজযাত্রীদের যত্ন নেওয়ার জন্য তাদেরকে পাঠানো হবে। হজ কমিটির মাধ্যমে ইতিপূর্বে যারা হজে গেছেন তারা এবছর আবেদন করতে পারবেন না। এবার দেশের ২৫টি উড়ান পয়েন্ট চিহ্নিত করা হবে যার মাধ্যমে একজন হজযাত্রী স্বাচ্ছন্দ্যে তার হজের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। একক মায়েদের সন্তানদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে বলে সূত্রের খবর। ২৫টি চিহ্নিত এমবার্কেশন পয়েন্টের মধ্যে রয়েছে শ্রীনগর, রাঁচি, গয়া, গুয়াহাটি, ইন্দোর, ভোপাল, ম্যাঙ্গালুরু, গোয়া, ঔরঙ্গাবাদ, বেনারস, জয়পুর, নাগপুর, দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, চেন্নাই, বিজয়ওয়াড়া, আগরতলা ইত্যাদি। এ ছাড়া প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে কোনো লটারি ছাড়াই। তবে, কবে থেকে হজের অনলাইন আবেদনপত্র চালু হবে তা নিয়ে এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সূত্রের খবর আগাম বৃহস্পতিবার কেন্দ্রীয় হজ কমিটির বৈঠক রয়েছে। তাই তারপর শুক্রবার থেকে হজের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। অন্যদিকে, রাজ্য হজ কমিটি সূত্রে জানা গেছে, পার্কসার্কাসের হজ হাউজ, কৈখালির মদিনাতুল হুজ্জাজ ছাড়াও প্রতিটি জেলার ডোমা অফিসে হজযাত্রীদের হজে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct