“বৃদ্ধাশ্রম”
সোমা পাল
মাকে বেচে আসে ,,
যে সন্তানেরা বৃদ্ধাশ্রমে !
এক সময় বংশের প্রদীপ ভেবে ,,
মূর্তির পায়ে শত মাথা ঠোকে !!
যত্নে আদর করে ডাকা সে নাম ,,
কালশিটে পড়া ঠোঁটে লেগে থাকে !
মায়ার আঁচলে আশ্রয় দেওয়া ,,
মানুষটি আশ্রয়হীনতায় ভোগে !!
হৃদয়ে গুছিয়ে রাখা ভালোবাসা ,,
জলন্ত অগ্নি পিন্ডের দগ্ধতা !
বয়সের ভারে পড়েছে চোখে ছানি ,,
হাতড়ে বেড়ায় চেনামুখ অক্ষমতা !!
স্নেহে বেড়ে ওঠা আজ সে পরিচয় ,,
অজানা আলোর তৃষ্ণায় পরিচয়হীন !
অঞ্জলি সাজিয়ে ঋতু ডেকে যায় ,,
পরম্পরা ঠাকুর দালান এখন পরাধীন !!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct