আপনজন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন। রোববার সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান। পারভেজ মোশাররফের পরিবারের সদস্যদের বরাতে পাকিস্তানের পারভেজ মোশাররফ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েক সপ্তাহ ধরে সংযুক্ত আরব আমিরাতের ‘আমেরিকান হাসপাতালে’ ভর্তি ছিলেন তিনি। রোববার সেখানেই তার মৃত্যু হয়। সাবেক এই সামরিক শাসক গত বছরের জুনে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। ২০১৮ সালে অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) ঘোষণা দেয়, তিনি বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন। এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর শোক প্রকাশ করেছে। অ্যামাইলয়েডোসিস হলো বিরল রোগ, যা সারা শরীরজুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরি করে। এ রোগ মানবদেহের অঙ্গ এবং টিস্যুগুলোর জন্য সঠিকভাবে কাজ করা কঠিন করে তুলতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct