নিরিবিলি রাত
মির মহঃ ফিরোজ
ওহ্ ! কি চমৎকার!
প্রাক পূর্ণিমার আকাশ,
ভরপুর চাঁদের আলো,
নিরিবিলি রাত।
বিদ্যুৎ বিভ্রাটে এলাকা বিদ্যুৎহীন,
যান্ত্রিকতা মুক্ত তাই,
নির্মল প্রকৃতির রূপ,
তাই , উপলব্ধ হচ্ছে ভাই।
প্রকৃতির রূপ নজর কাড়ে,
আকর্ষণ করে রাস্তা,
মাঘের খেয়ালী শীত বাধসাধে ভাই ,
ঘুরপাক খাই বারান্দায় তাই।
চাঁদের আলোয় দেখি চেয়ে ভাই,
কলা গাছে ; খাচ্ছে কলা সোড়েল,
ভালো লাগছিল , কিন্তু যন্ত্র দানব
নীরবতা ভেঙে রাস্তায় এসে দাঁড়ালো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct