অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ক্লাইমেট অ্যাকশন বা জলবায়ু কার্যক্রম নিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সাইকেল মিছিলের আয়োজন করলো বালুরঘাট সাইকেল কমিউনিটি। কলকাতার সুইচ অন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্যরা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বালুরঘাট শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে সাইকেল মিছিল শুরু করে ডানলপ মোড় হয়ে পুনরায় থানা মোড়ে এই সাইকেল মিছিল শেষ হয়। ‘ মুভ ফর আর্থ ‘ এই বার্তা কে সামনে রেখে প্রায় পঁচিশ জন সাইকেল আরোহী ‘ ক্লাইমেট অ্যাকশন ‘ সচেতনতা বাহী এই সাইকেল মিছিলে অংশ নেয়। এদিনের সাইকেল মিছিলের সাইকেল কমান্ডার ছিলেন শঙ্খব্রত তোকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য , পরিবেশ প্রেমী তুহিন শুভ্র মন্ডল, কো - অর্ডিনেটর সনাতন প্রামাণিক, সদস্য বিজন কৃষ্ণ সরকার, মনোজ গঙ্গোপাধ্যায়, অঞ্জন দাস, পিন্টু বিশ্বাস, সত্যপিররয় চক্রবর্তী, বিশ্বজিৎ, দেবানন্দ, সৌমজিৎ সহ আরও অনেকে। বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষে সদস্য, পরিবেশ প্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ বিশ্ব জুড়ে উষ্ণায়ন ও অনিয়মিত জলবায়ু পরিবর্তন বর্তমানে একটা জ্বলন্ত পরিবেশ সঙ্কট। কখনও অত্যাধিক গরম কখনও অত্যাধিক শীত বৃষ্টির সময় বৃষ্টি নাই কখনও শীত উধাও। ছয়টা ঋতু আর বোঝা যায়? এই কারণে অসুখ বিসুখ বাড়ছে। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। পরিবেশের জন্য সাইকেল চালানো। এর সম্পর্কেই সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি। আমরা বলতে চাই সাইকেল চালাও। নিজের শরীর ও পরিবেশের বন্ধু হও। ‘
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct