নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: পঞ্চায়েত নির্বাচনের আগে হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা মালদার রতুয়ায়। বিরোধী নয়,তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধে রবিবার রণক্ষেত্র হয়ে উঠলো রতুয়ার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন।বোমাবাজি ও একাধিক মোটর বাইক ভাঙচুর চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা বলে অভিযোগ অপর তৃনমূল গোষ্ঠীর। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেন রতুয়া থানা। জানা গেছে,গত ২৯ জানুয়ারি বাটনা হাই মাদ্রাসায় ছিল পরিচালন সমিতির নির্বাচন। সেই দিন পর্যাপ্ত পুলিশের অভাবে স্থগিত করা হয়।শেষমেষ আদালতের নির্দেশে রবিবার ছিল নির্বাচন।এদিন সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দান প্রক্রিয়া শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।ছাপ্পা ভোটের অভিযোগ তুলে পক্ষ বিপক্ষ গোষ্ঠী। এতেই তেতে উঠে এলাকা। ব্যাপক উত্তেজনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বিরোধী কোন দল প্রার্থী দিতে পারেননি। ৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তৃণমূলের দুই গোষ্ঠী। এক গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। পাশাপাশি অপর গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের প্রাক্তন রতুয়া-১ ব্লক সভাপতি ফজলুল হক ও এলাকার দলের দুই দাপুটে নেতা আব্দুল হামিদ ও মহম্মদ হেসামুদ্দিন।যার জেরেই চরম অশান্তির ছবি প্রকাশ্যে আসে।ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ও মোটরবাইক। ভোট চলাকালীন দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয় মাদ্রাসা চত্বর।বোমা ও গুলির আওয়াজে কেঁপে উঠে এলাকা। একাধিক কাঁচা বাড়ির টালি ভাঙচুর ও মোটর বাইক ভাঙচুর করা হয়।গুলির আঘাতে জখম হন গ্রামবাসী মতিউর রহমান।স্থানীয় গ্রামবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct