আপনজন ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডব্লিউবিসিএস (এক্সি)-এর ‘এ’ এবং ‘বি’ গ্রুপের ফলাফল। দুটি গ্রুপ মিলিয়ে মোট ১০১ জন উত্তীর্ণ হয়েছে। ডব্লিউবিসিএস (এক্সি) এ গ্রুপে ৩০ জন, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে ৩৪ জন, কোঅপারেটিভ সার্ভিসে ৫ জন, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসে ৮ জন। এছাড়া ‘বি’ গ্রুপে যেটি মূলত পুলিশ সার্ভিস তাতে উত্তীর্ণ হয়েছেন ২৪জন। আর সবমিলিয়ে সংখ্যালঘু ১৪জন। ডব্লিউবিসিএস (এক্সি) এ গ্রুপে কাট অফ মার্কস নিয়ে প্রশ্ন না উঠলেও ‘বি’ গ্রুপে কাট অফ মার্কস নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ গ্রুপে সাধারণ শ্রেণির কাট অফ মার্কস ওসিবি-গ্রুপে বেশি থাকলেও ‘বি’ গ্রুপে ওবিসির কাট অফ মার্কস সাধারণ শ্রেণির থেকে বেশি।
অন্যদিকে, রাজ্য সিভিল সার্ভিসের ‘এ’ ও ‘বি’ গ্রুপে যে ১০১জন উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে কলকাতার অন্যতম প্রখ্যাত সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র কলেজ স্ট্রিটের অ্যাকাডেমিক আসোসিয়েশনের রযেছে ২৭জন। ২১জন পেয়েছেন ‘এ’গ্রপে আর ৬জন পেয়েছেন ‘বি’ গ্রুপে। অ্যাকাডেমিক আসোসিয়েশন থেকে সবচেয়ে ভাল ফল করেছেন হৈমন্তিকা দাস। ‘এ’ গ্রুপে তার স্থান তৃতীয়। এছাড়া ‘এ’গ্রুপে এক্সিকিউটিভে ভাল স্থান পেয়েছেন করিমুল ইসলাম, মৃগাঙ্কশেখর দাস, নবিরুল ইসলাম, ঈপ্সিতা ভট্টাচার্য, চন্দন সাহা, রাহুল বিশ্বাস, কৈলাস প্রসাদ। রেভিনিউ বিভাগে পেয়েছেন দেবাশীষ কুমার রক্ষিত, অভিষেক মিত্র, আশিস গরাই, আমির আলি, আকিব জাভেদ, সুব্রত দাস, অভিজিত সরকার, দেবাশীষ বেরা। কোঅপেরাটিভে পেয়েছেন সৈকত ভট্টাচার্য, দেবনাথ মাহাত, গুলাম গউস। এমপ্লয়মেন্ট সার্ভিসে পেয়েছেন অভিষেক মণ্ডল, সিধ্রা নিয়াজ। ‘বি’ গ্রুপে ডিএসপি পদে পেয়েছেন, মিজানুর রহমান, সাজিদ ইকবাল, অঙ্কুর সিংহরায়, অনন্যা চ্যাটার্জি ও সুমন দে। এই সাফল্য নিয়ে অ্যাকাডেমিক আসোসিয়েশনের কর্ণধার সামিম সরকার বলেন, দীর্ঘ অধ্যবসার ফল পেয়েছেন পড়ুয়ারা। তিনি বলেন. ডব্লুবিসিএস শুধু নয়, অন্যান্য পেশাভিত্তিক পরীক্ষারও প্রশিক্ষণ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রশিক্ষকরা দিয়ে থাকেন। তার ফলে, বহু সাধারণ মানের ছাত্রছাত্রীরাও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে আধুনিক বিজ্ঞান সম্মত প্রশিক্ষণ পেয়ে এইসব পরীক্ষায় সফল হচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct