আপনজন ডেস্ক: জেরুজালেমে জাতিসংঘের দূত টর ওয়েনেসল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোর মধ্যে বাড়তে থাকা সহিংসতা পরিস্থিতিকে ‘খাদের কিনারায়’ নিয়ে গেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই রক্তক্ষয় বন্ধে ‘বলিষ্ঠ’ কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমে আসার কারণে পরিস্থিতির আরও অবনতি হওয়ার বিষয়েও সতর্ক করে দিয়েছেন তিনি। ওয়েনেসল্যান্ড বলেন, ‘জাতিসংঘ দায়িত্ব নিতে পারে না, আমরা ফিলিস্তিন শাসন করতে পারি না।’ গত মাসে ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতায় ৩৫ জনের বেশি ফিলিস্তিন এবং ৭ জন ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ যাবৎকালের কট্টর-ডানপন্থি সরকার ক্ষমতাসীন হওয়ার পর এমন সহিংসতার ঘটনা ঘটেছে। এ সরকার ক্ষমতায় এসেই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকে অগ্রাধিকার দিয়েছে। ওয়েনেসল্যান্ড জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক বিশেষ সমন্বয়ক। সাম্প্রতিক দিনগুলোতে মাঝে মধ্যেই ছড়িয়ে পড়া সহিংসতা এবং সংকট সামাল দেওয়ার চেষ্টায় তিনি ইসরায়েল-ফিলিস্তিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct