সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি র ১৯ তম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারী শনিবার সিউড়ি রবীন্দ্র সদনে।এদিন সম্মেলনের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে একটি সুসজ্জিত মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে।মিছিলে কর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান লেখা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করেন এবং শ্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের শুভসূচনা করা হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। এদিন সম্মেলনের আলোচনা সভায় বলা হয়, জেলার বিভিন্ন স্থানে রয়েছে শিল্প কারখানা যাহা দীর্ঘদিন বন্ধ অবস্থায়। কোথাও আবার শিল্প কারখানা ধুঁকছে,যেকোন মুহুর্তে সেগুলো ও বন্ধ হতে পারে।শ্রমিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
অথচ কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে ডেউচা পাচামি নিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরির স্বপ্ন ছড়িয়ে গেলেন। সে ই প্রেক্ষিতে সম্মেলন থেকে আওয়াজ উঠুক যে,জেলার মধ্যে বন্ধ কারখানার জমিতে অন্য শিল্পে ব্যবহার করতে হবে। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের কর্ম ক্ষেত্রে সমস্ত সুবিধা প্রদান। তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনতে হবে। পাথর ক্রাসার খাদানের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, মনরেগা নথিভুক্ত শ্রমিকদের একত্রিত করে দাবি আদায়, কৃষি শ্রমিকদের সংগঠিত করা, জেলায় নতুন শিল্প স্থাপন ইত্যাদির দাবিতে জোরদার আন্দোলন করার সিদ্ধান্ত গৃহীত হয় আলোচনা সভায়। এছাড়াও সংগঠনের নতুন জেলা কমিটি গঠিত হয় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে। জেলা কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হন মৃনাল কান্তি বসু, কার্যকরী সভাপতি পুলক রায় সহ ৩১ জনের জেলা কমিটি গঠিত হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন জেলা আইএনটিইউসি র সভাপতি মৃনাল কান্তি বসু। এছাড়াও উপস্থিত ছিলেন অভর্থনা কমিটির চেয়ারম্যান সঞ্জয় অধিকারী,রাজ্য ইন্টাকের সম্পাদক বিপ্লব নাগ, পশ্চিম বর্ধমান জেলা ইন্টাকের সভাপতি সুভাষ সাহা, পূর্ব বর্ধমান জেলা ইন্টাক সভাপতি মনোয়ারা আজম, ইস্টার্ন রেল ওয়েমেন্স কংগ্রেসের এডিশনাল সেক্রেটারি পুলক রায় প্রমুখ নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct