আপনজন ডেস্ক: অবশেষে কলেজিয়ামের পাঁচ বিচারপতি নিয়োগের সুপারিশে সম্মতি দিয়েছে কেন্দ্র। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনে শীর্ষ আদালতে বিচারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। গত বছরের ডিসেম্বরে কলেজিয়াম পাঁচ বিচারপতির নাম সুপারিশ করেছিল এবং ২০২৩ সালের ৩১ জানুয়ারি আরও তিনজনের নাম কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারকের অনুমোদিত সংখ্যা ৩৪ জন। বর্তমানে ভারতের প্রধান বিচারপতিসহ ২৭ জন বিচারপতি। নতুন পাঁচজন হলেন, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহ ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct