আপনজন ডেস্ক: পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি পুনরুদ্ধারের দাবি করেছে। কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট হরজিন্দর সিং ধামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে এই বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়ে বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি বন্ধ হয়ে গেলে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রভাবিত হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের গবেষণা কাজ ও অধ্যয়নের জন্য এই ফেলোশিপ থেকে বঞ্চিত করা খুবই দুঃখজনক। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ এবং প্রি-ম্যাট্রিক স্কলারশিপের অধীনে সংখ্যালঘু ছাত্রদের বৃত্তি দিত, যা গত বছর থেকে বন্ধ হয়ে গেছে। সরকারকে প্রকল্পটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে এসজিপিসি সভাপতি বলেন, এই জাতীয় প্রকল্পগুলি দেশের উন্নয়নের জন্য খুব দরকারী, তবে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘুদের উপেক্ষা করা দেশের স্বার্থে নয়। তিনি বলেন, সংখ্যালঘুদের প্রতি সরকারের এ ধরনের পদক্ষেপ সরকারের উদাসীনতা ও অবিশ্বাস সৃষ্টি করবে। তাই সরকারের উচিত সংখ্যালঘুদের বিষয়গুলো খোলাখুলি বিবেচনা করা, যাতে সরকারের প্রতি জনগণের আস্থা বজায় থাকে। বন্ধ হওয়া বৃত্তি আবার চালু করার জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct