অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুরের জীবনরেখা আত্রেয়ী নদী। মধ্যগতিতে নদী সৃষ্ট ভূমিরূপ অনুসন্ধান করার লক্ষ্যে বড়কইল উচ্চবিদ্যালয় থেকে আয়েজন করা হয় একটি একদিনের শিক্ষামূলক ভ্রমণ। এদিনের স্ট্যাডি ট্যুরে চারদেওয়ালের বাইরের পাঠক্রমে যেমন ছিল প্রশ্ন-উত্তরের মাধ্যমে নদী সংক্রান্ত আলোচনা, তেমনি নদী অববাহিকার দূষণ সহ নদী সংরক্ষণ, নদী পাড় ভাঙন নিয়েও দীর্ঘ আলোচনা। বিষয় শিক্ষক ছাড়াও এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মন্ডল, তুহিনশুভ্র মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গ। নদী ও পরিবেশ চিন্তক ও সবুজ শিক্ষক সম্মান প্রাপ্ত শিক্ষক তুহিন শুভ্র মন্ডল নদীর পাঠশালা বিষয়ে পাঠ দিলেন। নদী কি কি ভাবে দূষিত হচ্ছে, নদী ভাঙ্গন, নদীর জীববৈচিত্র্য, নদীকে কি করে ভালবাসতে হবে, নদীকে রক্ষা করতে শিক্ষার্থী ও মানুষের করণীয় এসব নিয়ে শিক্ষার্থী দের সামনে বললেন তুহিন শুভ্র মন্ডল। বিষয় শিক্ষক তুষারকান্তি দত্তের মতে, ফরমেটিভ ইভ্যালুয়েশনের জন্য এধরনের ছোট ছোট উদ্যোগ খুবই জরুরি। তাতে ছাত্রদের মধ্যে পড়াশুনায় উৎসাহের সাথে সাথে সমবেতভাবে কাজ করার মানসিকতা বাড়ে। ৩৩ জন ছাত্রকে নিয়ে এদিনে যে কর্মকান্ড আয়োজন করা হয় তাতে ছাত্রদের বৌদ্ধিক চিন্তার মানউন্নয়নের সাথে সাথে আত্মনির্ভরতা বাড়ানোর উদ্যেশ্যে ক্যাম্প ম্যানার্স, সেল্ফ কুকিং ও সারভাইভ্যালের মত বিষয় গুলিকেও জুড়ে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct