সুব্রত রায়, কলকাতা, আপনজন: বিজেপির ত্রিপুরা নিয়ে অন্তর্তদনত রিপোর্ট প্রকাশ্যে এল। ত্রিপুরার পার্বত্য অঞ্চলে ফলাফল আশানুরূপ হবে না। ত্রিপুরাতে বামেরা বেশ কিছু আসন পাবে সিপিএম ও কংগ্রেস সেখানে জোট বাঁধায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। তাই ওই এলাকায় যে করেই হোক ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে হবে। দলের গোপন রিপোর্ট হাতে পাওয়ার পর বদ্ধপরিকর হয়ে পড়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে ত্রিপুরাতে কিছু আসন পাওয়ার লক্ষ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই রিপোর্ট অনুযায়ী সমতল থেকে আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি ত্রিপুরার পার্বত্য এলাকা থেকেও অন্তত ১২ টি আসন পেতেই হবে। এদিকে নাগাল্যান্ড নিয়ে নিশ্চিত বিজেপি। রিপোর্ট অনুযায়ী সে রাজ্য তাদের পক্ষেই যাবে রায়। মেঘালয়তে তৃণমূল চার থেকে পাঁচটি আসন পেয়ে যেতে পারে। মেঘালয় বিজেপির ভালো ফল হবে না অন্ত তদন্ত রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা এবং মেঘালয়তে উত্থান ঘটতে পারে বলে রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। তাই ত্রিপুরাতে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র পার্বত্য ত্রিপুরা অঞ্চলে বলবৎ করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সাল হচ্ছে গেরুয়া শিবিরের সেমিফাইনাল খেলা। অর্থাৎ ২৪ শে লোকসভা নির্বাচনের আগে মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ডের পাশাপাশি চলতি বছরের কয়েক মাস পরেই নির্বাচন আছে কর্নাটকে। তাই গা-ঝাড়া দিয়ে সকলকে একসঙ্গে ময়দানে নেমে লড়াই করতে হবে ।না হলে অনেক রাজ্যেই পদ্ম ফুলের জয় মুখ থুবড়ে পড়বে। লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে গেরুয়া শিবির ধাক্কা খেলে ফাইনাল ম্যাচ যে তাদের কাছে অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াবে রিপোর্টে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct