মনিরুজ্জামান, তেহট্ট, আপনজন: পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত নদিয়ার তেহট্টের কানাইনগরের ড. জাকির হোসেন মেমোরিয়াল হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন ব্যাপী একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে চলেছে। তিনি বলেন, শিক্ষাই পারে কোনও জাতিকে এগিয়ে নিয়ে যেতে। সুদীর্ঘকাল ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানবজাতিকে ঐক্যবদ্ধ করে তুলেছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃত শিক্ষা দিতে পারে সু-শিক্ষকরা।তাই শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে ব্যবস্হা করেছে তা অনবদ্য। একইসঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই সরকারের আমলে চালু হয়েছে, তার ফলেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগমনে স্বতঃস্ফূর্ততা এসেছে। এই মাদ্রাসা পরিচালনায় প্রধান শিক্ষক ও পরিচালন সমিতি এবং উপস্থিত শিক্ষক- শিক্ষিকাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে পাশে থাকার অঙ্গীকার করেন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ফারহাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস সাহা, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নদীয়া জেলার দায়িত্বপ্রাপ্ত ডঃ আবুল হোসেন বিশ্বাস, সম্পাদক জাহিদুল হোসেন মন্ডল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফিল উদ্দিন,পরিচালন সমিতির সম্পাদক জয়নাল, সভাপতি আদব বিশ্বাস, শিক্ষক মাসুম হোসেন, ধনঞ্জয় প্রতিহার,অলোক কুমার ঘোষ, বাসন্তী মন্ডল সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct