জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: দেশজুড়ে চলছে জমিয়তে উলামার সদ্ভাবনা সংসদ। তারই অঙ্গ হিসেবে জেলা জমিয়তে উলামার তত্ত্বাবধানে ভগবানগোলা ব্লক জমিয়তের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল মার্কেট কম্পেক্স সভাকক্ষে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। এছাড়াও অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিশ আলি, স্বামী পরমানন্দ মহারাজ, সংখ্যালঘু সংগঠনের মুখতার আলি, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, জেলা জমিয়তের সহ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস।
আয়োজকদের মধ্যে ছিলেন জেলা জমিয়তের সহ সম্পাদক মুফতি মিজানুর রহমান, মুফতি শাহাদাতুল্লাহ, হাফেজ নাসিবুর রহমান, রেজাউল করিম, মানারুল ইসলাম, মোহাম্মদ হাসান, বানি ইসরাইল, মাহামুদুল হাসান। মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি, পীরত্ব সম্পত্তি, ইসলামি ঐতিহ্যের হেফাজত, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামায়ে হিন্দের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলার নামে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রধান তারিকুল ইসলাম, আবু সাঈম, রিপোন সেখ, ইসমাইল সেখ, ডাঃ সফিকুল ইসলাম সহ ব্লক জমিয়তের কর্মকর্তা ও শতাধিক কর্মী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct