আপনজন ডেস্ক: কলকাতার গুলশান কলোনীর ‘জামিয়া আবদুল্লাহ বিন মাসউদ’-এর সেমিনার হলে মাদ্রাসা বাঁচাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরালার ‘আল-সাকাফা আল-সুননিয়া’র পরিচালক ড. আব্দুল হাকিম আজহারী। এছাড়াও অংশ নেন মাওলানা গোলাম রসূল বালিয়াবী, ড. জহিরুদ্দিন, ড.সাজ্জাদ আলম রিজভী এবং ড. মুহাম্মাদ সদরুল ইসলাম মিসবাহী অধ্যাপক মৌলানা আজাদ কলেজ, কলকাতা প্রমুখ। মাগরিবের নামাজের পর জামিয়ার এক ছাত্রের সুমধুর কন্ঠে পবিত্র কৃরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর অনুষ্ঠানের সভাপতি মুফতি রহমত আলী মিসবাহী তার সভাপতির ভাষণ পেশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. আব্দুল হাকিম আজহারী বলেন, আমাদের সন্তানদের শিক্ষার মধ্যেই আছে আমাদের সাফল্যের নিশ্চয়তা। বর্তমান যুগে মাদ্রাসাগুলোকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই বেঁধে ফেলা হয়েছে। তাই আধুনিক জ্ঞান বিজ্ঞান শেখার জন্য আমাদের ছেলেমেয়েদের অন্যান্য প্রতিষ্ঠানের দিকে ঝুঁকতে হয়। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রসূল বালিয়াভি, জহিরুদ্দিন, মুফতি মুখতার আলম রিজভী, মুফতি দিলদার আলম মিসবাহী, মাওলানা শাহীদুল কাদরী, মাওলানা গোলাম আসি মিসবাহী, মাওলানা শাব্বির মালিক মিসবাহী, মুফতি রফিকুল ইসলাম মিসবাহী, মাওলানা ইসলামুদ্দিন রিজভী, মুফতি এহতেশাম মিসবাহী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রওশান জামির নুরী।
এরপর হাজী জামালুদ্দিন রিজভী বলেন যে, তিনি কলকাতায় একটি বিজ্ঞান নগরী গড়তে চলেছেন। যেখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও আধুনিক বিজ্ঞানের শিক্ষা অর্জন করার জন্য আলাদা আলাদা ভবন থাকবে। একই ক্যাম্পাসের মধ্যে ইসলামিক পরিবেশে ধর্মীয় ও আধুনিক উভয় শিক্ষাই প্রদান করা হবে। এই প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র একই সাথে একজন ধর্মীয় আলেম এবং একজন স্নাতক হয়ে বের হবেন। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই পঁচিশ একর জমি কেনা হয়ে গেছে এবং শীঘ্রই সেখানে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। উপস্থিত সকল আলেম তাকে অভিনন্দন জানান। এরপর মাওলানা ফয়েজ আহমদ মিসবাহী, মাওলানা রিজওয়ান সাহিল, মাওলানা নাসিরুদ্দিন, হাফিজ সাজিদ আহমদ, মাওলানা আহমদ রেজা মিসবাহী, ডক্টর আলী রেজা, মাওলানা ওয়াসিম আসগর আশরাফী, মাওলানা মেরাজ আহমদ বারকাতি, মাওলানা জুনায়েদ আহমদ নিজামী, মাওলানা আমীন উজ-জামান কাদরী, মাওলানা শাহবাজ আহমেদ মিসবাহী, মাওলানা আনোয়ার আশরাফ, ইমতিয়াজ ভাই প্রমূখ আলেমগণ এবং অন্যান্য অংশগ্রহণকারীরা তাদের মতামত পেশ করেন। সবশেষে ডক্টর আব্দুল হাকিম আজহারী সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের স্বভার সমাপ্তি ঘটে। এই কর্মসূচি সফল করতে মাওলানা গোলাম রব্বানী, মাওলানা কামরুদ্দিন মিসবাহী, মাওলানা আব্দুল কুদুস, ক্বারী শাহনওয়াজ, ক্বারী আব্দুল সাত্তার ও ক্বারী দানিশ জিয়া প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct