রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সরকারি নিষেধাজ্ঞা থাকলেও দিনের পর দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির করলো জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার কাদুয়া বিট হাউস। বৃহস্পতিবার সুতি থানার কাদোয়া বিট হাউসের ইনচার্জ মহঃ মেরাজুল হোসেন এর উদ্যোগে বৈষ্ণবডাঙা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে পুরুষ ও মহিলাদের নিয়ে বাল্যবিবাহ সচেতনতা শিবির করা হয়। কম বয়সে বিবাহের প্রথা বন্ধ করতেই এই সচেতনতা শিবির। সুতি-১ ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা এখনো অনেকটা পিছিয়ে সচেতনতার অভাবে। এই সমস্ত এলাকায় বাল্য বিবাহের প্রথা এখনও কমেনি। তাই এলাকায় বাল্য বিবাহ রোধে সচেতনতা শিবির করতে উদ্যোগ নেন কান্দুয়া বিট হাউস এর ইনচার্জ মহঃ মেরাজুল হোসেন। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কাদুয়া বিট হাউস এর ইনচার্জ মহঃ মেরাজুল হোসেন। এই বাল্যবিবাহ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন কাঁদুয়া থানার ইনচার্জ মহঃ মেরাজুল হোসেন, বহুতালি প্রাথমিক স্বাস্থকেন্দ্রের ডাক্তার অমিতাভ পান্ডে, স্থানীয় মসজিদ এর ইমাম ও বিশিষ্ট জনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct