সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: অবিলম্বে একশো দিনের কাজ শুরু, ঐ প্রকল্পের বকেয়া বেতন প্রদান, রাজ্যে ‘দূর্নীতিগ্রস্ত’দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ৫ দফা দাবিতে বাঁকুড়া জেলাশাসককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। বৃহস্পতিবার ঐ সংগঠনের সদস্যরা মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান। পরে তাদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে দাবিপত্র তুলে দেন। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য-কেন্দ্রের টানাপোড়নে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একশো দিনের কাজ প্রকল্পের শ্রমিকরা। শ্রমিকদের এই হয়রানির পিছনে ‘এই দুই সরকার সমান দায়ী। একশো দিনের কাজ প্রকল্পের আইনের ‘২৭ নম্বর ধারাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কেন্দ্রীয় এক বছরের বেশী সময় শ্রমিকদের বেতন আটকে রেখেছেন’। যা শুধু অমানিক নয়, অসাংবিধানিক বলেও ঐ সংগঠনটির তরফে দাবি করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারীও এদিন তাঁরা দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct