সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গি ব্লক কৃষক সভা ও খেতমজুরের ডাকে মিছিল ও ডেপুটেশন অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার বিকেলে জলঙ্গী পদ্মার নদীর বাঁক থেকে মিছিল শুরু করে শেষ হয় জোড়তলা বিডিও অফিস প্রাঙ্গণে। সেখানেই কর্মীদের নিয়ে সভাও করেন বাম নেতারা। তারপর ছয় প্রতিনিধি দলের সদস্যরা বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। আবাস যোজনার দুর্নীতি, ইলেকট্রিক বিল মুকুব সহ কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন শেষে ব্লক সহ সম্পাদক ইমরান হোসেন জানান লিখিত ভাবে বিডিও কাছে ডেপুটেশন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে একাধিক দুর্নীতির বিষয়ে কথা বলা হয়েছে। এদিনের মিছিল থেকে শাসক দলকে একাধিক ভাষায় আক্রমণ করতে থাকেন বাম সমর্থকেরা। আবাস দুর্নীতি থেকে শুরু করে একশোদিনের কাজের দুর্নীতির কথা তুলে স্লোগান দেন মিছিল থেকে। মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ জেলা নেতৃত্ব গণেরা। রাজনৈতিক মহলের দাবি বৃহস্পতিবার যে ভাবে বাম সমর্থকদের জনজোয়ার দেখা গেছে তাতে সুষ্ঠ ভাবে পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে চাপে ফেলবে বামেরা। উল্লেখ্য তৃণমূলের দ্বিতীয় সরকার গড়ার সময়ও বামদের দখলে থাকে জলঙ্গি বিধানসভা। যদিও বছর দুয়েকের মধ্যে বাম বিধায়ক আব্দুর রাজ্জাক দল বদল করে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকল দলের একাধিক দুর্নীতি সামনে আসছে। যার জেরে কোণঠাসা হয়ে যাচ্ছে তৃণমূল। এদিনের মিছিল ও ডেপুটেশন ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তায় ঘেরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct