আপনজন ডেস্ক: গতি তারকা হিসেবে ভারতের ক্রিকেটে আবির্ভাব হয়েছে উমরান মালিকের। কাশ্মীরি এই পেসার নিয়মিত ১৫০-এর ওপর গতিতে বল করতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারক তৃতীয় টি-টোয়েন্টিতে তার ১৫০ কিমির একটি বল বোল্ড হয়ে যান নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েছেন তিনি। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জম্মুর ডানহাতি পেসার ১৪৮.৬ কিমি/ঘণ্টা প্রশস্ত ইয়র্কার দিয়ে তাঁর স্পেল শুরু করেছিলেন, যে বলে ব্রেসওয়েল কিছুটা ধাক্কা খান। ব্যাটে-বলেই করতে পারেননি। এর এক বল পরই উমরানের ১৫০ কিমি/ঘণ্টার ডেলিভারিটি পুরোপুরি মিস করেন কিউই তারকা। বলটি স্টাম্পে এত জোরে এসে লাগে যে, বেলগুলো কিপার ইশান কিষাণ এবং স্লিপ ফিল্ডার সূর্যকুমার যাদবের মাথার ওপর দিয়ে ৩০ গজ বৃত্তের বাইরে চলে যায়। ঘটনা দেখে ব্যাটার নিজেও কিছুটা হতবাক হয়ে যান! এরপর উমরান ১৩তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোরার ড্যারিল মিচেলকে (৩৫) আউট করে ম্যাচটি শেষ করেন। ২.১ ওভার বল করে ৯ রান তার শিকার ২টি। ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া গতকালের সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনি ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ভারতীয় বোলারদের দাপটে নিউজিল্যান্ড জয়ের জন্য ২৩৫ রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অল আউট হয়ে যায়, যা তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct