আপনজন ডেস্ক: বৃহস্পতিবার রাজস্থানের বারমেরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন যোগগুরু বাবা রামদেব বিতর্কিত বক্তব্য দেন। রামদেব বললেন, মুসলমানরা সকালের নামাজ পড়ে। এরপর তাদের জিজ্ঞেস করুন, তোমাদের ধর্ম কি বলে? শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়, তারপর যা মনে আসে তাই কর। হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে যা পাপ করতে চাও। মুসলিম সমাজের অনেকেই এটা করে, কিন্তু তারা নামাজ পড়ে। তারা সন্ত্রাসী ও অপরাধী হিসেবে জাহির করলেও তারা অবশ্যই নামাজ আদায় করে। তারা ইসলামের অর্থ বোঝে শুধু নামাজ পড়া। এটাই শেখানো হয়, কিন্তু হিন্দু ধর্মে তা নেই। রামদেব খ্রিস্টধর্ম নিয়েও বিতর্কিত বক্তব্য রাখেন। তিনি বলেন, চার্চে গিয়ে দিনের বেলায়ও মোমবাতি জ্বালিয়ে যিশু খ্রিস্টের সামনে দাঁড়াও। সকল পাপ মোচন হয়। খ্রিস্টান সমাজ এই শিক্ষা দেয়, কিন্তু হিন্দু ধর্মে তা নয়।
গোঁফ কাটা আর টুপি পরা পাগলামি। বাবা রামদেব বলেন, তাঁর বেহেশত (জান্নাত) মানে তিনি গোড়ালির উপরে পায়জামা পরেন, গোঁফ কেটে টুপি পরেন... কুরআন কি এটা বলে নাকি ইসলাম বলে? আমি এটা বলছি না। তারপরও এসব মানুষ করছে। তখন তারা বলে, বেহেশতে আমাদের স্থান নিশ্চিত করা হয়েছে। জান্নাতে হুর পাওয়া যাবে। এমন জান্নাত জাহান্নামের চেয়েও খারাপ। এটা শুধুই পাগলামি। সমগ্র সম্প্রদায়কে ইসলামে দীক্ষিত করতে হবে, তারা এই দ্বিধায় পড়েছেন। তাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু সনাতন ধর্মের একটি এজেন্ডা আছে। রামদেব আরও বলেন, আমি কারও সমালোচনা করছি না, কিন্তু মানুষ একই বৃত্তে আছে। কেউ কেউ বলে যে তারা পুরো বিশ্বকে ইসলামে দীক্ষিত করবে। কেউ কেউ বলে যে তারা পুরো বিশ্বকে খ্রিস্টান করে দেবে, কিন্তু আপনি ধর্মান্তরিত হয়ে কী করবেন? আমাকে এই বলুন. তাদের কোনও এজেন্ডা নেই। সনাতন ধর্মের একটি এজেন্ডা আছে। ব্রাহ্ম মুহুর্তে সকালে ঘুম থেকে উঠুন। উঠে ভগবানের নাম জপ কর, তারপর যোগাসন কর। আপনার মূর্তি পূজা করে ভাল কাজ এবং ভাল কাজ করুন। হিন্দু ধর্ম ও সনাতন আমাদের এটাই শিক্ষা দেয়। কিভাবে জীবনটা ভালোভাবে বাঁচা যায়? কিভাবে সৎ জীবন যাপন করা যায়? আমাদের আচরণে, কাজে সততা থাকতে হবে। সনাতন ধর্ম এই সব শিক্ষা দেয় হিংসা, মিথ্যা, মারামারি না করতে। ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছেন, আমরা জাত সৃষ্টি করেছি। রামদেব বলেন, ভগবান মানব জাতি সৃষ্টি করেছেন। আমরা সবাই এক আল্লাহর সন্তান। আমরা সবাই একই পূর্বপুরুষের সন্তান, একই মাতৃভূমি। আমাদের সবার ডিএনএ একই। সবাই পরীক্ষা করে দেখেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, জাট, রাজপুতরা মানুষের সৃষ্ট শ্রেণী। এখন শুধু একটি সংকল্প নিয়ে এগিয়ে যাও, তোমরা একমাত্র ঈশ্বরের সন্তান। সকলেই সমান, সকল মহৎ, উচ্চ-নীচের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের সবাইকে একসাথে বাঁচতে হবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা রামদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। বলেছেন- হিন্দু সমাজকে কেউ বিভক্ত করতে পারবে না। এই রাজনীতিবিদরা খুবই বিপজ্জনক। এর বিতরণ করা যাক. এটা ভালো, ভারতের জন্য সৌভাগ্য, এই সময়ে দেশের রাজা-প্রধানমন্ত্রীও ভালো পেয়েছেন। প্রধানমন্ত্রী সনাতন ধর্মী এবং দেবদেবীতে বিশ্বাসী। মা গরুকে সম্মান করে এবং ভারত মাতাকে মা বলে মনে করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct