নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: তাদের প্রিয় স্যার মোহা সুজাউদ্দিন। তার বাড়ি কালিয়াচকে । প্রথমে কর্মশিক্ষা তারপর ইতিহাসের শিক্ষক হিসেবে যুক্ত হন । ৩১ জানুয়ারি গাজোল ব্লকের ময়না উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার অবসর গ্রহণ করলেন। প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা সহ ১১০ কিমি সড়ক পথে যাতায়াত করতেন । শৃঙ্খলা ও নিয়মনাবর্তিতার সাথে স্কুল করতেন। টানা ২৬ বছর শিক্ষকতার জীবন কাটালেন। গত ২৪ এপ্রিল ১৯৯৭ সালে এই স্কুলে যোগদান করেন। আদিবাসী, হিন্দু,মুসলিম উদ্বাস্তু সকল শ্রেণীর মানুষের ছেলে মেয়েরা এই ময়না বিদ্যালয়ে পড়াশোনা করে । বর্তমানে ছাত্র ছাত্রী ১৯০০ .শিক্ষক শিক্ষিকা ২৮ জন। এদিন অবসর গ্রহণের দিনক্ষন স্থির ছিল। পূর্ব ঘোষিত অনুযায়ী বিদ্যালয়ে অনুষ্ঠিত হ্ওয়ার কথা ছিল শিক্ষক বিদায়ের একটি বর্নাঢ্য অনুষ্ঠান। কারণ দীর্ঘদিনের এই শিক্ষক মশাইকে আর এদিন থেকে ছাত্র ছাত্রীদের ঘরে ঘরে ক্লাস নিতে শাসন করতে দেখা যাবে না। তাই শেষ দিন অনুষ্ঠান করার কথা থাকলেও আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজলে পদার্পণ ও প্রশাসনিক সভার জন্য আইন শৃঙ্খলার জন্য শতাধিক পুলিশকর্মী স্কুলে রাখা হয় । স্বভাবতই অবসরগ্রহনের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। আচমকা এই বিদায় অনুষ্ঠান না হ্ওয়ার জন্য স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মন কিছুটা খারাপ হয়। তবে বিদায়ী শিক্ষক সুজাউদ্দিনের বিদায় অনুষ্ঠান পরবর্তীতে একটি দিনে হবে এবং সাড়ম্বরে তাদের প্রিয় শিক্ষককে ছাত্র ছাত্রী সবার উপস্থিতিতে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানাতে পারি সেটার উদ্যোগ গ্রহণ করা হবে। এদিন বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা ছিলেন ছিল না তেমন কোন ছাত্র ছাত্রীরা। দেখা হল না ছাত্র ছাত্রীদের সাথে একটা আক্ষেপের সুর মনে উকি মারে। তবে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সবার ভালোবাসা প্রতিদিন যেভাবে পেয়েছেন আপ্লুত সুজাউদ্দিন বাবু। সুজাউদ্দিন বলেন, আমার ভালো লেগেছে। প্রতিদিন শতাধিক কিমি পাড়ি দিয়ে স্কুল করেছি। এখানের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে খুব খুশি। ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এলাকার মানুষের ভালোবাসা পেয়ে কখনও স্কুল পরিবর্তনের কথা ভাবিনি। টানা ২৬ বছর শিক্ষকতা জীবন কাটালাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুমা সাহা বলেন, এদিন অবসরগ্রহন ছিল। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হঠাৎই স্কুলে পুলিশ এসে যায় । স্বভাবতই বিদায় অনুষ্ঠান স্থগিত করে দিয়েছি। পরবর্তীতে যেকোন একটি দিনে ছাত্র ছাত্রী ও সকলের উপস্থিতিতে সাড়ম্বরে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুজাউদ্দিন বাবু নানা গুনের অধিকারী শিক্ষক ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct