আর এ মণ্ডল, ইন্দাস, আপনজন: প্রতি বছরের মতো এই বছরেও মহা সমারোহে ৭ মাঘ থেকে ১২ ই মাঘ পর্যন্ত অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের সীমান্তবর্তী স্থানে ৺শ্রী শ্রী যোগাদ্যা মাতার মেলা। পাটীত, মহেশপুর ও সুখ সায়ের গ্রামের সম্মিলিত স্থানে জাতি ধর্ম ও দলমত নির্বিশেষে সকল মানুষ এই মেলায় অংশ গ্রহণ করে।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার অঙ্গ হিসেবে পরিচিত। সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে, ২৩ বছর ধরে-। সাধারণতঃ নানারকমের মনোহারি, মিষ্টি, চা, কফি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বাচ্চাদের উপযোগী বেশ কিছু চোখ জুড়ানো স্টল ইত্যাদি এবং শিক্ষামূলক মাঠির মূর্তি মেলার ঐতিহ্য। তাই এই মেলা শিশু,কিশোর, তরুণ ও বয়োজ্যেষ্ঠদেরও আকৃষ্ট করে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সিংহ, তিনি মেলার উন্নতির জন্য যথাসাধ্য সহায়তার আশ্বাস দেন। মেলার কার্যকরী কমিটির সম্পাদক অমিয় সরকার, সভাপতি ইবাদ আলি মণ্ডল,কোষাধ্যক্ষ রবীণ চৌধুরী,সহ সভাপতি মুরালীধর নন্দী ও ম্যানেজার সমীর চৌধুরী মহোদয়গণ জানান যে,উল্লেখ্য পাটীত, মহেশপুর ও সুখ সায়ের গ্রামের মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় এই মেলার আয়োজন করা হলেও পার্শ্ববর্তী গ্রামের মানুষদের অবদান যথেষ্ট আছে।মেলার উন্নয়নের জন্য সরকারের নিকট আবেদন রাখা হয়েছে।মেলা উপলক্ষ্যে সেবামূলক কাজও তাঁরা করেন।আগামীতে এই মেলা আকর্ষণীয় হবে বলে জানালেন মেলার কার্যকরী কমিটির সদস্যগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct