জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে উপস্থিত এই পুরোহিতরা আসল হিন্দু। আর যারা হিন্দুত্বকে বেঁচে খায় সেই আরএসএস নকল হিন্দু। বুধবার বহরমপুর পঞ্চাননতলা জেলা পরিষদের অডিটোরিয়ামে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা আয়োজিত সদ্ভাবনা সংসদে একথা বললেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি জনাব মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। এদিনের সভায় তিনি আরও বলেন, আল্লাহ রব্বুল আলামীন সমগ্র জগৎবাসীর স্রষ্টা। তাঁকে বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন। সদ্ভাবনা সংসদের ন্যায় গেট-টুগেদারের আয়োজনের মাধ্যমে তাই নিজেদের মধ্যে সম্প্রীতির বাঁধনকে আরও সুদৃঢ় করতে হবে। সভায় জেলার ১০০ জন পুরোহিত সহ জমিয়তের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বহরমপুর কেএন কলেজের অধ্যক্ষা তথা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজাতা বাগচী, শিখ ধর্মগুরু সন্তস সিং চাওলা, পুরোহিত সংগঠনের নেতা প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডঃ এ কে আজাদ, বিশিষ্ট আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায়, খৃষ্টান ধর্মগুরু ফাদার জয়ৎপাল হাসদা, ওঁরাও আদিবাসী সমাজের নেতা খোকন শর্মা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হলেন সামসুজ্জোহা বিশ্বাস, শিখ নেতা স্বরণ সিং, মুখতার আলি, স্বামী পরমানন্দ মহারাজ, জমিয়তে আহলে হাদীসের নেতা মাওলানা আবদুল্লাহ ডলটন, মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হান আলি, আব্দুর রাজ্জাক (জৌলুসপুর), মুফতি যুবায়ের, মাইনুল ইসলাম, মাওলানা নিযামুদ্দীন বিশ্বাস প্রমুখ। এদিনের সভায় মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অসংখ্য পুরোহিতসহ হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান বিভিন্ন ধর্মের মানুষ যোগদান করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct