আপনজন ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে পর্যটকবাহী একটি বাস উল্টে সাতজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন।মঙ্গলবার বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল। পারানার ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ৫৪ জন বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াকুর উদ্দেশে যাত্রা করছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct