আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তা প্রদানের প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো দীর্ঘ পাল্লার রকেটের পাশাপাশি অন্যান্য সরঞ্জাম ও অস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। দুই মার্কিন কর্মকর্তা স্থানীয় সময় মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই সপ্তাহের মধ্যেই এমন ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। কর্মকর্তারা আরো যোগ করে বলেন, এই সামরিক সহয়তায় অন্তর্ভুক্ত থাকতে পারে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, নির্ভুল-নিশানার যুদ্ধাস্ত্র এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্রের মতো সব সরঞ্জাম। একজন কর্মকর্তা বলেছেন, প্যাকেজের একটি অংশ ১.৭২৫ বিলিয়নের হবে। সেটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসটেন্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) নামে পরিচিত একটি তহবিল থেকে আসবে। এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সরঞ্জাম এরমধ্যে যুক্ত থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct