আপনজন ডেস্ক: মক্কার ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা নিয়ে গড়ে ওঠা ‘হেরা কালচারাল ডিস্ট্রিক্ট’ প্রকল্প চালু হয়েছে। রবিবার হেরা পাহাড় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তা উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল। মুসলিম পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে তা চালু করা হয়। রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস-এর প্রধান সালেহ বিন ইবরাহিম আল-রশিদ অভিনব এই প্রকল্পের প্রশংসা করে বলেন, পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক স্থাপনা নিয়ে গড়ে ওঠা এই প্রকল্প মুসলিম পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে দ্য রয়েল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটসের সহযোগিতায় ও সাময়া ইনভেস্টমেন্ট কম্পানির তত্ত্বাবধানে জাবালে নুরসহ ঐতিহাসিক স্থানগুলো নিয়ে সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হয়। মক্কার ৬৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে প্রতিষ্ঠিত হয় হিরা কালচারাল ডিস্ট্রিক। এতে রয়েছে মিউজিয়াম অব রিভিলেশন, কোরআন মিউজিয়াম, মিউজিয়াম অব মাইগ্রেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদান। মিউজিয়াম অব রিভিলেশন বিভাগে উন্নত প্রযুক্তির মাধ্যমে মুহাম্মদ (সা.)-এর ওপর ওহি অবতীর্ণের স্থান হেরা গুহার বাস্তব নমুনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct