মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: উত্তর ২৪ পরগনার নিউটাউনের মাঝেরআইট পীরডাঙ্গা বিএফজে সিনিয়র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধূলাতেও শিক্ষার্থীদের সমানভাবে মনোযোগী হতে হবে। নি আরও বলেন, এই মাদ্রাসার সার্বিক মানোন্নয়নে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনও দাবি-দাওয়া পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।এই মাদ্রাসার কার্যকরী সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম ফারহাদ বলেন, এই মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কর্মসূচি নজর কাড়ে এলাকার মানুষের কাছে। আগামী দিনগুলিতে এই মাদ্রাসার উন্নতিতে সর্বতোভাবে চেষ্টা করার সাথে সাথে বর্তমান প্রজন্মকে উন্নততর শিক্ষা পরিষেবায় আরো বেশি ভূমিকা গ্ৰহণ করার আহ্বান জানান তিনি। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তা দেশের মধ্যে অন্য কোথাও নেই বলে দাবি করেন একেএম ফারহাদ। রাজারহাটের বিডিও ঋষিকা দাস বলেন, ছাত্রজীবন হল জীবনের শ্রেষ্ঠ সময়। তাই এই সময়গুলি অযথা নষ্ট না করে পিতা-মাতা ও শিক্ষকদের নির্দেশ মতো নির্দিষ্ট কর্মক্রিয়া করে যেতে হবে । রাজারহাট থানার আইসি জামাল হোসেন মন্ডল আয়োজক কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান । এই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোহিত বলেন, যেভাবে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের বিভিন্ন যে সুযোগ সুবিধা প্রদান করে চলেছেন তা অনন্য। এই ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণের পাশাপাশি একাডেমী পুরস্কারও প্রদান করা হয় বিশিষ্টজনেদের হাত দিয়ে। জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা বিবি,আফতাব উদ্দিন,রহিমা বিবি, শাহনওয়াজ আলী মন্ডল,সাইফুল ইসলাম,পীরজাদা আজগার আলী,আবেদ আলী, আনসার আলী, আকতার আলী,মাদ্রাসার শিক্ষক মাসুম বাখতেয়ারি,নাজির হোসেন, আবুল কালাম, সানাউল্লাহ, ইব্রাহিম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct