নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলির খানাকুলের মাইনানে অবস্থিত নাবাবিয়া মিশনে মঙ্গলবার ছাত্র ও ছাত্রীরে নিয়ে এক বিশেষ কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মিশনের অডিটরিয়াম হলে সকালের প্রার্থনার পর স্কুলের ক্রাস মুরুর আগে এই কেরিয়ার কাউন্সেলিংয়ে সেখান পড়ুয়ারা বিশেষ নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যতের কথা অকপটে জানায়। এ বিষয়ে নাবাবিয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবার বলেন, ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোন পথে এগোতে চায় তা নিয়ে স্কুলের তরফে বিশেষ কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত। অবসরপ্রাপ্ত আইএএস তথা জিডি মনিটররিং কমিটির কর্ণধার নুরুল হক নিয়মিত এসে মিশনের পড়ুয়াদের উদ্দীপনা দেন বলে তিনি জানান। সেই সঙ্গে সাহিদ আকবার জানান, ছাত্রছাত্রীদের ইসলামি পরিবেশে বড় করে তুলতে মিশন বিশেষভাবে নজর দিয়ে থাকে তেমনি তাার কোন পথে এগাতে পারে তা নিয়ে পরামর্শ দেওয়া হয়। এদিন ছাত্রদের পামাপাশি ছাত্রীরা তাদের ভবিষতের ইচ্ছার কথা জানায়। দ্বাদশ শ্রেণিল ছাত্রী সাফিকা খাতুন যেমন ডাক্তার হতে চায়, তেমনি ক্লাস এইটের ছাত্রী অইরোজা খাতুন আইএএস হতে চায়। এছাড়া, দ্বাদশ মুন্সী আফরিন সুলতানা বিচারপতি হতে চায়। আর একাদশ শ্রেণির শ্রেণির সুমাইয়া ফারজানা দক্ষ মিশন পরিচালিকা হতে চায়। যদিও নবম শ্রেণির কোয়েল কাতুন অধ্য্পক হতে চায়। এদিন ছাত্রীদের মনোরম নাত বিশেষবাবে নাড়া দেয়। সম্পাদক সেখ সাহিদ আকবার ছাড়াও উপস্থিত চিলেন সাহানা আফরোজ, সেখ মুজিবর রহমান প্রমুখ শিক্ষক। অনুষ।টানের শেষ পর্বে নাবাবিয়া মিশনকে নিয়ে গড়া একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct