সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার মহম্মদবাজার থানার পুলিশ বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকার হরিণসিঙ্গা-কাঠপাহাড়ী এলাকায় নাকা চেকিং-চলাকালীন হাতির দাঁত পাচারের সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করে মহঃ বাজার থানার পুলিশ।জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের রানীশ্বর এলাকা হয়ে তিন ব্যক্তি দুটি হাতির দাঁত নিয়ে বীরভূমের মহম্মদ বাজার এলাকায় ঢোকার সময় পুলিশের জালে ধরা পড়ে। ধৃত তিন জন মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের রাণীশ্বরের মহেশ কুমার রায় এবং বাকি দুজনেই স্থানীয় থানার মহঃ বাজার নতুন পল্লীর সারু শেখ ও ঢোলকাটার বাসিন্দা রাজেশ শেখ। তিনজনের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা হাতির দাঁত বিক্রেতা এবং স্থানীয় অপর দুই জন ক্রেতা বলে জানা যায়। সোমবার রাতে এদেরকে নাকাচেকিং থেকে গ্রেফতার করে মহঃ বাজার থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয় এবং হাতির দাঁত পাচারের মূলচক্রী মহেশ কুমার রায়কে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য দশদিনের আবেদন জানান। বিচারক মহেশ কুমার রায়কে সাতদিনের পুলিশি হেফাজতে এবং বাকি দুজনকে চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct