আপনজন ডেস্ক: শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি মুক্তির তিনদিনে সারা বিশ্বে আয় করেছে প্রায় ৩০০ কোটি টাকা। হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড একের পর এক ভাঙছে পাঠান। ব্যবসার বাইরেও এটি এমন এমন রেকর্ড ভাঙছে যা আগে কখনও দেখা যায়নি। একটি বিষয় অনেকে জানেন, মুক্তির পর শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আজও মুম্বইয়ের মারাঠা মন্দিরে নিয়মিত প্রদর্শন হয় । সাধারণত নতুন কোনও সিনেমা এলে পুরনো সিনেমা সরিয়ে নতুনটি প্রচার হয়। কিন্তু মারাঠা মন্দিরে একই সঙ্গে প্রদর্শন হচ্ছে শাহরুখের পাঠান ও ডিডিএলজে। এদিন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, মারাঠা মন্দির সিনেমা হলের দেয়ালে পাঠান ও ডিডিএলজের পোস্টার পাশাপাশি রয়েছে। পূজার পোস্ট করা ছবিতে শাহরুখ খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মূলত বলিউডে দীর্ঘ সময় ধরে নিয়মিত আর কোনো সিনেমা এভাবে প্রদর্শিত হয়নি। শাহরুখ খান ও বলিউড সিনেমার ক্ষেত্রে এটি অবশ্যই একটি মাইলফলক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct