আপনজন ডেস্ক: কর্ম ব্যস্ততার কারণে আমাদের জীবন থেকে বন্ধু সংখ্যা ক্রমে কমতে থাকে। যত বয়স বাড়তে থাকে, একইভাবে জীবনের বাস্তবতায় ধীরে ধীরে কমে বন্ধুর সংখ্যা। এ ব্যাপারে অনেকেরই আক্ষেপ, বন্ধু থাকলে সময়টা দারুণ কাটত। আপদে বিপদে পাশে পাওয়া যেত। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেশি বন্ধু থাকা একদিক থেকে নিজের জন্যই খারাপ। বরং কম বন্ধু থাকার একাধিক সুবিধা রয়েছে। যেকোনও সম্পর্কে গভীরতা খুবই জরুরি। বন্ধু কম থাকলে সেদিক দিয়ে ভালো। এতে অল্প কয়েকজনকে সময় দিতেও সুবিধা হয়। পাশাপাশি সম্পর্কের গভীরতাও বাড়ে। অনেক সময় দেখা যায়, বেশি বন্ধুর মধ্যে থাকলে নিজের খুব লাভ কিছু হয় না। আপনার কথা শোনার মতো লোক খুব কম পাওয়া যায়। কম বন্ধু থাকলে নিজের মনের কথা শেয়ার করতে সুবিধা হয়। তাছাড়া আলোচনার মাধ্যমে নিজের ভুলত্রুটিগুলি শুধরে নেওয়া যায়। কম বন্ধু থাকলে কথা বলার লোকও কম থাকে। এর ফলে মনের কথা ভাগ করে নেওয়ার সময় সম্পূর্ণ ফোকাস পাওয়া যায়। বেশি বন্ধু তো রয়েছে, অথচ কারও সঙ্গে কারও তেমন যোগাযোগ নেই, এমনটা প্রায়ই দেখা যায়। এ কারণে কম বন্ধুর সঙ্গে সময় কাটানোই ভালো। এতে বন্ধুত্বও বেশ ভালো হয়। দিনের শেষে নিজের সঙ্গে নিজের সময় কাটানো জরুরি। তাই বেশি লোক না থাকাই ভালো। চুপচাপ নিজের পছন্দের জায়গায় বসে সময় কাটাতে পারলে মনের কষ্ট অনেকটা কমে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct