মহম্মদ নুরুল ইসলাম, কলকাতা, আপনজন: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ মাইতি, নাসিরউদ্দিন মীর, শাওন দাস, সাহাবুদ্দিন সিরাজি সহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার প্রতিবাদে সোচ্চার হল বাংলার বিভিন্ন রাজনৈতিক পার্টি, গণসংগঠন এবং মানবাধিকার সংগঠন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আহ্বানে ভারত সভা হলের প্রতিবাদী কনভেনশনে বক্তব্য রাখলেন সিপিআইএম এর শমীক লাহিড়ী, প্রদেশ কংগ্রেসের আব্দুল মান্নান, সিপিআইএমএল লিবারেশনের বাসুদেব বসু, এসডিপিআই এর তায়েদুল ইসলাম, সিপিআই এর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির আশীষ দাশগুপ্ত, এমকেপির বিনান্দ ঝা, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের মহম্মদ জাফরুল্লা, ওয়েলফেয়ার পার্টির তাহের আনসারি, র্যাডিকাল সোশ্যালিস্টের প্রতীপ নাগ, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের শরদিন্দু বিশ্বাস, জনস্বাস্থ্য মোর্চার গৌরব মুখার্জি, চেতনা মঞ্চের সুদর্শন বসু, এনডিপিআই এর সঞ্চয় সরকার, ছাত্ৰ সংগঠন এআইএসএফ- এর আইনজীবী রাজনীল মুখার্জি, মাদ্রাসা ছাত্র ইউনিয়নের মাসিদুর রহমান, আরএসএফ=এর তথাগত রায়চৌধুরী, সিএসএ-র অনন্যা দেব, এআইপিডব্লুর ইন্দ্রাণী দত্ত, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের নীতিশ রায়, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, ইয়ং বেঙ্গলের অধ্যাপক অনিন্দ্য সরকার, জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনারসির জাভেদ আলম, অল ইন্ডিয়া লইয়ার্স আ্যসোসিয়েসানের শামীম আহমেদ। গণতান্ত্রিক অধিকার আন্দোলনে সমস্ত সাথীকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct